দূরেই বুঝি ভালো :
কখনো কখনো মিলনে মলিন বিরহে সমুজ্জল
ভাললাগা কাছে নয় দূরেই বুঝি প্রাণোচ্ছ্বল
ভাললাগা অণুক্ষন সত্তায় অনুভবে,
কী আসে যায় কাছে দূরে
হৃদয় যদি থাকে হৃদয়ের মাঝে সকল ভুলে
কে বল সে তাজ ভাঙতে পারে ?
কখনো কখনো দূরেই বুঝি ভাল
কামনার আগুনে পুড়ে না নিখাদ মন ।