অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে কেবিনে স্থানান্তর

9

কাজির বাজার ডেস্ক

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ বিচারপতিকে মঙ্গলবার রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভ‚ঁইয়া জানান, শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। সেই কেবিনটি প্রিজন সেলে হিসেবে ব্যবহার হবে।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পর দিন তাকে সিলেটের আদালতে নেওয়ার সময় ক্ষুব্ধ লোকজন হামলা করেন। ওই সময় তার অÐকোষ ফেটে যায়।
উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিসে আক্রান্ত মানিক মারধরে আরও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ২৪ আগস্ট আদালত থেকে প্রথমে কারাগারে ও রাতে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। ওই দিন রাতে অস্ত্রোপচার শেষে হাসপাতালের আইসিইউতে এবং চারদিন পর মঙ্গলবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।