কোম্পানীগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে ৯ লাখ টাকা বিতরণ করলো নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশন

9

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের পুনর্বাসনের জন্য ৯ লাখ টাকা বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশন। উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামে গিয়ে বন্যা দুর্গত ৫টি পরিবারের হাতে নিজ হাতে ৫ হাজার টাকা করে অর্থ তুলে দেন সফররত অ্যাসোসিয়েশনে তিন শীর্ষ নেতা। পরে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আরো ১৮৫টি পরিবারের প্রত্যেকের হাতে হাতে নগদ সাড়ে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
শুক্রবার সকালে নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান মাহতাব মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বশর, সহ-সম্পাদক হুমায়ুন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা পুরান মেঘারগাঁও গ্রামে ছুটে যান। এ সময় সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও চ্যানেল এস-এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মঞ্জু, কলাবাড়ি মাদ্রাসার শিক্ষক মুহিবুর রহমান তাদের সাথে ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শাহাব উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েতুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কলাবাড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, ব্যবসায়ী আমিনুল আহমদ, যুব সংগঠক হাবিব আহমদ, কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তথ্যপ্রযুক্তি সম্পাদক লবীব আহমদ, সদস্য মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।