সময়ের ছড়া

7

জিল্লুর রহমান পাটোয়ারী :

কেরোসিন হেসে বলে,
ও সয়াবিন ভাই –
সমান সমান আছি মূল্যে,
অসমান আর নাই।
মরে মরুকগে যত জনগণ,
বারুক আরো দাম –
নিত্যনতুন বায়না ধরুক,
গরীবের নাই কাম।
মরুক গরীব বাঁচুক ধনীরা,
দাম যতই হউক চড়া –
ধনীরা সব কিনতে পারে,
মহাজনের মনগড়া।
এমন হলে কেমনে চলে,
বাঁচার উপায় নাই –
গরীব লোকের জীবন বৃথাই,
কোথাও যে নাই ঠাঁই।