প্রভু

5

সফিউল ইসলাম :

যাকে বোঝাও সে’ই বোঝে
আর সকলে অবুঝ প্রায়
দয়াল তোমার ইচ্ছা বিনা
চেষ্টা করেও বোঝ না পাই।

তখন ভাবি তকদীরই সব
যা যা হবার হবেই তা
দেখেছি সব জীবন ভরে
হর না কভু অন্যথা।

সবই যদি তোমার করণ
তবে আমার দোষ কোথার
তোমার দোষে আমি দোষী
শাস্তিটা কেন দাও আমার।