মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের (নৌকা) একটি ইউনিয়নে বিজয় লাভ করেছে। বাকি তিনটি ইউনিয়নেই পাস করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী ও ১টিতে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী।
সাগরনাল ইউনিয়নে আব্দুল নুর (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতীক এমদাদুল ইসলাম চৌধুরী।
পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী রুয়েল উদ্দিন (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক সালেহ উদ্দিন আহমদ।
পশ্চিমজুড়ী ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী আনফর আলী (ঘোড়া) প্রতীক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা) প্রতীক শ্রীকান্ত দাশ।
গোয়ালবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মো. আব্দুল কাইয়ুম (ঘোড়া) নির্বাচিত। তার নিকটতম বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীক প্রার্থী শাহাব উদ্দিন আহমদ।
জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী (নৌকা)।
জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।