শাহারপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

6

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
গ্রামীণ জনপদে সুষ্ঠু গ্রাহক সেবায় পৌঁছে দেয়ার প্রত্যায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতায় শাহারপাড়া বাজারে উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের।ইসলামী ব্যাংক ওসমানীনগরের গোয়ালাবাজার শাখার অধিনে মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা তিলক শাহারপাড়া বাজারের গ্রীন সুপার মার্কেটে আর কে পিকিউনিয়ারি সলিউশনের উদ্যাগে আয়োজিত এজেন্ট আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন।ইসলামী ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিনের সভাপতিত্বে ও অফিসার আরিফুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, শাহারপাড়া শাহ্ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শাহেদ রহমান, ইউপি সদস্য শামসুদ্দিন কামালী, মুতাহিন কামালী, ফয়জুল হক, লুলু মিয়া কামালী, লন্ডন প্রবাসী আবুল বশর কামালী, আজহার কামালী, ইউসুফ কামালী, ছানু মিয়া কামালী, কুদ্দুছ মিয়া কামালী, মদব্বির হোসেন কামালী, সিরাজ মিয়া কামালী, আলফু মিয়া কামালী, শায়স্তা মিয়া কামালী, সুফি মিয়া কামালী, শাহ আলম কামালী। শাহারপাড়া বাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ রাশেদুল হক কামালী স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তারা বলেন, সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে ইসলামী পরিণত হয়েছে দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংকে।
উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে ডিজিটাল ব্যাংকিং সেবায়। আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষ সাধনে সাড়া ফেলেছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ। সুষ্ঠু সেবা নিশ্চিতের ফলে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে স্বীকৃতি অর্জন করেছে বিশ্ব দরবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গ্রামীণ জনগোষ্ঠির দৌড়গোড়ায় সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে এজেন্ট ব্যাকিং কার্যক্রমে স্বাক্ষর ছাড়া ব্যাংক একাউন্ট খোলে ফিঙ্গারের মাধ্যমে লেনদেনসহ সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীকে করেছে আত্মনির্ভরশীল। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন কামালী ও মোনাজাত পরিচালনা করেন শাহারপাড়া শাহ্ কামাল (র:) মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মুনিম শাহীন। অনুষ্টান শেষে শাহারপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ কামাল (র:) এর মাজার জিয়ারত করেন ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান শিকদার মো.শিহাবুদ্দিনসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।