এস এস সি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সভা

68

আসন্ন এস এস সি (ভোকেশনাল)ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও বি বাড়ীয়া জেলার কেন্দ্র সচিবদের নিয়ে এক মতবিনিময় সভা সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজে গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। তিনি আসন্ন পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বর্তমানে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে নকল হয়ে থাকে এবং প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকল পরীক্ষার্থীর দেহ তল্লাসী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো এবং মোবাইল ফোন ব্যবহার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। সভায় রিসোস পারসন হিসাবে বক্তব্য রাখেন মোঃ ছাইদুর রহমান, অধ্যক্ষ, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাছুম বিল্লাল সরদার। বিজ্ঞপ্তি