ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক, টমটমের বিরুদ্ধে সিসিকের অভিযান

11

সিলেট মহানগরে ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার (৮ নভেম্বর) সিলেট মহানগরের কাজিরবাজার, ঘাসীটুলা, কানিশাইল, চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় অভিযান ৪টি টমটম ও ৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে পরিচালিত অভিযানে ৩টি ব্যাটারী চালিত রিক্সা ও ৪টি টমটম জব্দ করা হয়।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিসিক কতৃপক্ষ। বিজ্ঞপ্তি