জমে উঠতে শুরু করেছে কাজিরবাজার পশুর হাট

36

স্টাফ রিপোর্টার :
সিলেটের ঐতিহ্যবাহী একমাত্র বৈধ পশুর হাট কাজিরবাজার জমতে শুরু করেছে। গতকাল শুক্রবার হাট বারে Kaবিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে অনেকেই দাম দর যাচাই বাছাই করেছে। বিকিকিনি না হলেও বিক্রেতারা আশা করছেন আর কয়েক দিনের মধ্যে পুরোদমে জমে উঠবে হাট। হাটে পাইকাররা দেশী-বিদেশী বড় বড় গরু-ছাগল তুলেছেন। দেশের নানা স্থান থেকে ব্যবসয়ীরা ট্রাকযোগে দেশি-বিদেশি গরু কাজিরবাজার হাটে নিয়ে আসছেন। সিলেটে এই হাটটিই একমাত্র বৈধ পশুর হাট। ট্রাক থেকে গরু নামিয়ে সারি করে রাখা হচ্ছে। এই হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মী। ব্যবসায়ীদের থাকা-খাওয়ারও ব্যবস্থা রয়েছে। হাটের পাশেই আছে টহল পুলিশ। বাজার কর্তৃপক্ষ ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে কাজিরবাজার পশুর হাটে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা ও বড় বাজার হওয়াতে এখানে প্রচুর পশু ঢুকছে। ক্রেতারা এখনো বাজার ঘুরে দেখছেন।
কাজিরবাজার পশুর হাটের ম্যানেজার শাহাদাৎ হোসেন লোলন বলেন, কাজিরবাজার হাটটিই সিলেটের বৈধ পশুর হাট। এখানে দামও ক্রেতাদের হাতের নাগালে। নিরাপত্তাও আছে।