মেধাবীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করে জাতিকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে পারে – ড. আবুল ফতেহ ফাত্তাহ

13
কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দিচ্ছেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. মো: আবুল ফতেহ ফাত্তাহ।

মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতি অসম্ভব। এ জন্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য অধ্যবসায় অপরিহার্য। ভাল ভাবে লেখা পড়া করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। তিনি বলেন, মেধাবীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করে জাতিকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে পারে।
৭ নভেম্বর রবিবার দুপুর ১২টায় নগরীর কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে এবং শিক্ষার্থী মাহবুবা চৌধুরী ও সুমাইয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুরশেদা রহমান চৌধুরী, সহকারী শিক্ষক নাছিমা খাতুন ফেরদৌসি, রাফিয়া খাতুন, জ্যোৎস্না বেগম, রুনা সুলতানা, মাহমুদা আক্তার সুমি, আব্দুল জলিল, মকলেছ মিস্তরি প্রমুখ। বিজ্ঞপ্তি