কল্পনার রং বাস্তব হলো

17

বাদল রায় স্বাধীন :

প্রিয়তমা ঘূর্ণী
আমাকে প্রথম প্রেম পত্র দেওয়ার পর
তোমার কাছে প্রশ্ন ছিলো
তোমার হৃদয় বাগানে আমার ভালোবাসার
চারা গাছ সঠিক ভাবে বেড়ে উঠতে পারবে কিনা?
তুমি বলেছিলে সে চারাগাছ হতে হবে
কীটপতঙ্গ মুক্ত বিষাক্ত সারের প্রয়োগ ব্যতিত

আমি মৌন থাকলে তুমি বলতে
এই বলোনা কথা বলতে ইচ্ছে করেনা?
আমার কিন্তু ভীষন ইচ্ছে করে
আমি বলেছিলাম অনেক কথা হবে
সময় বুঝে পরে।

তুমি তখন আমাকে সন্বোধন করতে
মাই সোল, স্বপ্নের পুরুষ এবং হে আমার
মহাকাব্য বলে।
সব কিছু ভুলে গেলে চলে যাওয়ার পরে।

তখন তুমি বলতে তোমার আমার ভালোবাসা কি
কেবল পত্র আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে?
ভগবানের দিব্যি দিয়ে বলেছিলে আবার
আজীবন আমায় মনে রাখবে।

আজ সে তুমিই হয়ে গেলে নীরব
বোধ হয় কখনো মনেও পড়েনা আমাকে।

মনে দুঃখ পেয়েছিলে একদিন
ধ্বংসা প্রিয়া বলেছিলাম বলে তোমাকে
আজতো তাহাই বাস্তবায়ন করলে।

শুধু পত্র আদান প্রদানেই শেষ হয়ে গেলো
তোমার আমার প্রেম।
তাহলে সে প্রশ্ন গুলোতো আমারি করা উচিত ছিলো তোমাকে।
আর তুমি আমাকে মনে না রাখলেও
আমি রেখেছি তোমাকে, এবং রাখবো চিরকাল,
ভালো থেকো তিন ফলের সমাহার।