প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত – ডা. আরমান শিপলু

6
বাংলাদেশের সাম্প্রদাযিকতার সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে কাষ্টঘর এলাকাবাসী ও রাইজিং স্টার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বৃহত্তর মুসলিম এ দেশে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারছে। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর কাষ্টঘর এলাকাবাসী ও রাইজিং স্টার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বাংলাদেশের সাম্প্রদাযিকতার সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কাষ্টঘর যুব কল্যাণ সংস্থার সভাপতি শুভ্রাংশু চক্রবর্তী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট মহানগর শাখার সহ সভাপতি হাকিম কানু পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রত্না বেগম, হীরণ লাল, সুমন লাল, সুরুজ মিয়া, সুজন লাল, বিশ্বজিত দে, অপু দাস, রিংকু দাস প্রমুখ। বিজ্ঞপ্তি