ছাতকে শান্তিতে বিজয় প্রকল্পের নাগরিক সংলাপ

56

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে একটি বেসরকারি প্রতিষ্ঠান আইডিয়া এর উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় শান্তিতে বিজয় প্রকল্পের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে বিদ্যমান সকল অংশীদারিত্বের অংশ গ্রহণে মাধ্যমে শান্তিপূর্ণ রাজনীতি চর্চা ও সহাবস্থানের সুযোগ এবং জনগনের চাহিদা সনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সেবা প্রাপ্তির সুযোগ তৈরির উদ্দেশ্যে সমাজের বিভিন্ন পেশার লোকজন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি প্রতিনিধি, যুব ও নারি প্রতিনিধিরা সংলাপ অংশ নেন।
আইডিয়ার সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আবদুর নুরের পরিচালনায় সংলাপে বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনে ভোট না দিতে পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনকালিন সময়ে বিরোধীদলীয় নেতৃবৃন্দ নানা রকম হামলা-মামলা ও পুলিশি হয়রানির শিকার হন। আওয়ামী লীগের প্রবীণ এক প্রতিনিধি উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
‘শান্তিতে বিজয়’ ক্যাম্পইন প্রকল্পের নাগরিক সংলাপে উপস্থিত ছিলেন প্রবীণ আ’লীগ নেতা আবরু মিয়া তালুকদার, বিএনপি নেতা আফসরার উদ্দিন, খলিলুর রহমান মানিক, ছাতক সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, ফখর উদ্দিন মাহমুদ স্বপন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, সমাজসেবা অফিসের রীতা রানী স্বর্ণা, ইমাম মাওলানা নুরুল হক, আইডিয়ার উপজেলা সমন্বয়কারী শাহজাহান সিরাজ ও সফিকুল ইসলাম প্রমুখ।