সাঈদুর রহমান লিটন :
ডুবলো দেশে ফেরি এবার
কান্না শুনি ঘাটে
বাস ট্রাক আর সাইকেল ডুবলো
কত জীবন আর পাটে।
পুরোন ফেরি বয়স বেশি
মাল তুলে সে বেশি
অধিক ভারে কুঁচকায় ফেরি
ভাঙ্গে ফেরির পেশি।
জল ঢুকে যায় ফেরির ভিতর
যায় ডুবে তাই ফেরি,
সকল গাড়ি ফেরিতেই ছিল
করেনি ডুবতে দেরি।
এত বুড়ো ফেরি ভাসে
গভীর পদ্মা গাঙ্গে,
জানে নাতো ডুবলে ফেরি
কত সংসার ভাঙ্গে।
কার চোখে যে ছানি পরা
চোখ থাকিতে ও অন্ধ,
ভাঙ্গাচোরা ফেরি চলে
আইন কানুন কি বন্ধ !