কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ও ৬নং সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে এক মিনিটের টর্ণেডোতে লন্ডভন্ড হয়ে গেছে দেড় শতাধিক বাড়ী ঘর ও হাজার হাজার গাছপালার। জানা যায় গত বুধবার ভোর ৬ টার দিকে যখন সবাই যখন ঘুমে আচন্ন ঠিক সেই মুর্হূতে হঠাৎ করে আকাশ থেকে কালো ধুয়ায় পরিণত হয়ে মাত্র এক মিনিটের টর্ণেডো লক্ষ্মীপ্রসাদ ইউপির নিহালপুর, উত্তর লক্ষ্মীপ্রসাদ, লোভাছড়া চা বাগান এলাকা ও সদর ইউপির নিজ চাউরা গ্রামে আঘাত হানে। ঘুমন্ত লোকজন কিছু বুঝিয়ে উঠার আগেই টর্ণেডোর আঘাতে প্রায় দেড় শতাধিক পাকা, আধা কাঁচা টিনসেটের অনেক বাড়ী ঘর বিধ্বংস ও অনেক বাড়ী ঘরের টিনের চালা অর্ধ মাইল পর্যন্ত উড়ে যায়। টর্ণেডোতে বাড়ী ঘরের ক্ষতি সাধনের পাশাপাশি ব্যাপক গাছ-পালার ক্ষয়ক্ষতি সাধিত হয়। নিহালপুর সহ উত্তর লক্ষ্মীপ্রসাদ ও চাউরা গ্রামে কয়েক হাজার ছোট বড় গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ লাইন ছিড়ে যায়, ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এসব এলাকায় গত ২ দিন থেকে বিদ্যুৎ সংযোগ অনেকটা বন্ধ রয়েছে। অনেক দরিদ্র পরিবার তাদের বাড়ী ঘর হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা জানিয়েছেন এক মিনিটের টর্ণেডোতে তার ইউনিয়নে অনেক গ্রামের বাড়ী ঘর গাছ-পালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন টর্ণেডো ও ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। এছাড়া সার্বক্ষণিক বিষয়টি তদারকী করছেন।