সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাই-শাল্লার এমপির বিভিন্ন ইউনিয়নে কর্মীসভার অংশ হিসেবে মঙ্গলবার রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামের মাঠে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেন গুপ্তা বলেছেন, আমার প্রয়াত স্বামী জীবনের শেষ দিন পর্যন্ত আপনারে উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তার অসাপ্ত উন্নয়ন সমাপ্ত করার জন্য আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে দিরাই-শাল্লার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সে উন্নয়ন সূচিতে আপনাদের এলাকাও রয়েছে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে যখনই নির্বাচন হবে নৌকায় আপনারা ভোট দিবেন। কারণ নৌকা প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী তার প্রমাণ আপনারা দেখেছেন পদ্মাব্রীজের মাধ্যমে। তিনি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘোষণা দেন।
এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু ছালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মৌলানা জমিরুল হক, মাস্টার সফর আলী, আনোয়ার মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান সরদার, যুবলীগ নেতা কাইয়ুম মিয়া, নিহার চৌধুরী, টিপু মিয়া, রাজীব চৌধুরী, জুনের আহমদ, হাদিস আলী, তাপস দাস, জিয়া উদ্দিন, রাসেল প্রমুখ।