গোলাপগঞ্জে বিদেশে রপ্তানি যোগ্য গোয়ালগাদ্দা সীম উৎপাদনকারী কৃষকদের সাথে মতবিনিময় সভা

13

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে বিদেশে রপ্তানি যোগ্য গোয়ালগাদ্দা সীম উৎপাদনকারী কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল, ঢাকাদক্ষিণ উত্তরা ব্যাংকের ম্যানেজার শহিদুল ইসলাম, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী। এ সময় সভায় ইউপি সদস্য মানিক আহমদ, তারেক আহমদ, সীম রপ্তানিকারক সিরাজ উদ্দিন, সেলিম আহমদ সহ লক্ষণাবন্দ, লক্ষ্মীপাশা, ফুলবাড়ি ও দাউদপুর ইউনিয়নের প্রায় ১৪০ জন সীম উৎপাদনকারী উপস্থিত ছিলেন।