সোমা মুৎসুদ্দী :
ওগো তিস্তা নদীর জল, বইছো ছলাৎ ছল,
চাইলে তুমি নিতেই পারো আমার থেকে ঝুমকো কানের
না-হয় ক’খানা শাড়ি
কিন্তু শোন, ভালোবাসার ভাগ দেবো না
ভাগ দেবো না, চাইলে দেবো আড়ি।
পদ্মা আমার মনের মাঝে,
ডাকছে যেনো সকাল সাঁঝে।
তারই সাথে মন বেঁধেছি, বেঁধেছি ঘরবাড়ি।
মেঘনা আমি, তিস্তা তোমায়
ভালোবাসার ভাগ দেবো না
ভাগ দেবো না, চাইলে দেবো আড়ি।