লবীব আহমদ কোম্পানীগঞ্জ থেকে :
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ২৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী রয়েছেন। এসব প্রার্থীর বেশির ভাগই নির্বাচনী দৌড়ে থাকতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলার পূর্ব ইসলামপুর ও তেলিখাল ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জিবুন্নাহার জানান, পূর্ব ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ মুল্লুক হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো বাবুল মিয়া, মোঃ আমিনুল হক, মোঃ আলমগীর আলম, মোঃ ইলিয়াছুর রহমান, মাসুদ আহমদ ও ইসলামি আন্দোলনের হাফেজ ইমতিয়াজ উদ্দিন।
তেলিখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দিয়েছেন ৫ জন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ নুর মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, সুলতানা আক্তার, মোঃ সুজন ও বিলাল উদ্দিন।
এদিকে, উপজেলার উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মোঃ জহিরুল হক জানান, উত্তর রনিখাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ ফয়জুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও গিয়াস উদ্দিন।
দক্ষিণ রনিখাই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন ইমাদ, স্বতন্ত্র প্রার্থী শামস্ উদ্দিন শাহিন, এম এ হান্নান, সাহাব উদ্দিন, মন্তাজ আলী, সমছুল হক ও মুসলেহ উদ্দিন।
অপরদিকে, ইছাকলস ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল ইমরান জানান, ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এখলাছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, কুটি মিয়া, মকবুল আলী, কাজী জসিম উদ্দিন, আবু সাদ আব্দুল্লাহ ও ইসলামি আন্দোলনের ফিরোজ আলী।