কানাইঘাট থেকে সংবাদদাতা :
আগামী শনিবার কানাইঘাট উত্তর বাজার বাস স্ট্যান্ডে বাংলাদেশ কৃষকলীগ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আ’লীগ ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কৃষকলীগের সম্মেলন উপলক্ষে উত্তর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার সামছুল হক, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন, আ’লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বারের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত চক্রবর্তী সহ কেন্দ্রীয় ও জেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমম্মেলনে উপস্থিত থাকবেন বলে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি সিলেট-৫ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী জানিয়েছেন। দীর্ঘদিন পর কৃষকলীগের সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কানাইঘাট আগমন উপলক্ষে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। মূলত কৃষকলীগের সম্মেলনকে বিশাল জনসভায় পরিনত করার জন্য সমাবেশের আয়োজক তৃণমূল নেতাকর্মীদের স্পন্দন আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাটের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা সমাবেশ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবার বিকেল ৫টায় কানাইঘাট উপজেলা ও পৌর কৃষকলীগ, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামী শনিবারের সম্মেলনকে সর্বাত্মক ভাবে সফল করার জন্য ডাক বাংলায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি মঞ্জুর আলম, সদস্য সাবেক ছাত্রনেতা কয়েছ চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক শ্রী রিংকু চক্রবর্তী, প্রবীণ আ’লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ ওহিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিসবাহুল ইসলাম চৌধুরী, পৌর কৃষকলীগের আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম, কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আব্দুল্লাহ, আ’লীগ নেতা ইকবাল হোসেন, আলতাফ হোসেন, যুবলীগ নেতা আবুল হারিছ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলনের আয়োজক মুমিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর পর কৃষকলীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী শনিবারের সম্মেলনে দলের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করবেন। সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।