পরিচয়পত্রে জীবিত হয়ে দু’সদস্য প্রার্থীর মনোনয়ন দাখিল!

4

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে দু’সদস্য প্রার্থী জাতীয় পরিচয়পত্রে মৃতের আলোচিত ঘটনাটি সমাধান হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক দু’সদস্য প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেয়ায় বিষয়টি সমাধান ঘটে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’সদস্য প্রার্থী মনোনয়ন পত্র দাখিলও করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে।
তারা হলেন, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ও ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আসক আলীর পুত্র আলী আহমদ ও একই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র কমর আলী। জাতীয় পরিচয়পত্র অনলাইনে তারা মৃত ছিলেন। এ কারণে গত ১০ অক্টোবর তারা পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছিলেন ছাতক উপজেলা নির্বাচন অফিসারের কাছে। বিষয়টি দৈনিক কাজিরবাজারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
অবশেষে ১৭ অক্টোবর বিকেলে তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধিত হলেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী তারা ওইদিন বিকেলে ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকল পাড়া গ্রামের আব্দুল আমিনের পুত্র ছিদ্দেকুর রহমানকে ৯নং ওয়ার্ডে ভোট স্থানান্তরের বিষয়টিও সংশোধিত হয়েছে। তিনিও সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন । নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নির্বাচন কমিশন কর্তৃক তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেয়ায় তারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।