আলীম উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ

7

এলাকার মুক্তিযোদ্ধা সন্তান আলীম উদ্দিনের মুক্তির দাবিতে জাফলংয়ে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে এলাকার লোকজন জানিয়েছেন- বহিরাগত সন্ত্রাসী ও কুখ্যাত পাথরখেকো ফয়জুল মুক্ত জাফলং না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ফয়জুলের কারনেই জাফলংয়ে আজ ঘরে ঘরে অশান্তি। সে বহিরাগত হয়েও জাফলংয়ের বালু ও পাথর লুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন জাফলং অবস্থান গড়তে সে বাইরের সন্ত্রাসী নিয়ে মহড়া দিচ্ছে। তার কারণেই শান্ত জাফলং অশান্ত হয়ে উঠেছে। গতকাল রবিবার দুপুরে জাফলংয়ের রাধানগর অংশে আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন- ইমরান হোসেন সুমন ওরপে জামাই সুমন ও ফয়জুল গত ৪ মাসে জাফলংয়ে পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা বা ইসিএ জোন থেকে প্রায় ২০ কোটি টাকা পাথর লুট করেছে। প্রশাসনের পক্ষ থেকে বালু লুটপাটে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এখন তারা এলাকায় লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছে। তাদের মহড়ার কারনে জাফলংয়ে ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এজন্য গোয়াইনঘাটের ওসি পরিমল দেব সহ সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা গ্রহণের আহবান জানানো হয়।
নয়াবস্তি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নয়াবস্তি গ্রামের আব্দুল মান্নান, শাহীন আহমদ, কামরুল ইসলাম, সেলিম আহমদ, সাদেক আলী, কামাল আহমদ, সুজন, স্বপন, নিজাম উদ্দিন, আব্দুন নূর, গিয়াস উদ্দিন, খলিল আহমদ, ইউনূস আহমদ, সুমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি