সাঈদুর রহমান লিটন :
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
খুব তো ভালো নয়
পরধর্মে আঘাত করা
বিবেক পরাজয় ।
ধর্মগ্রন্থ সবার জন্য
কারো একার নয়
গ্রন্থ থেকে শিক্ষা নিয়ে
জীবন চলতে হয়।
নিজের ধর্ম যেমন ভালো
পরের ধর্ম তাই
ধর্মে ধর্মে বিবেধ না হই
সকলে ভাই ভাই।
যার যার ধর্ম সেই সেই করুক
আমরা তেমন চাই,
সবার নিকট এমন চাওয়া
তেমন যেনো পাই।
পরধর্ম শ্রদ্ধা করে
নিজের ধর্ম বাদ
এমন দুর্ভাগাদের
জীবন হয় বরবাদ।