কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
পর্যটন কেন্দ্র জাফলংয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চীনা মোবাইল ব্র্যান্ড রিয়েলমি।
বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের মামার বাজারে আনুষ্ঠানিকভাবে রিয়েলমি ব্র্যান্ড শপ’র শুভ উদ্বোধন করেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র আহ্বায়ক সামসুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন ছেদু, কার্যকারী কমিটির সদস্য জাকির হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া, রিয়েলমি’র রিজিওনাল সেলস ম্যানেজার পাভেল হোসাইন, এরিয়া সেলস ম্যানেজার সুলতান আহমেদ রাশেদ, আরজে টেলিকম’র পরিচালক হুমায়ন আহমেদ সুজন, জাফলং রিয়েলমি ব্র্যান্ড শপ’র পরিচালক শ্রীকান্ত বাবু দাস, শাহরিয়ার ওসমান প্রমুখ।
রিয়েলমি সূত্রে জানা গেছে, এত দিন দেশে রিয়েলমি নামের যেসব ফোন পাওয়া যেত, এর বেশির ভাগই অননুমোদিত বা আনঅথোরাইজড ফোন। তবে কিছুদিন আগে থেকে অনলাইনের মাধ্যমে রিয়েলমির কিছু ফোন বিক্রি করা হয়েছিল। এবারে দেশে কারখানা ও অফিস কার্যক্রম শুরু করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এলো রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল।