খুকি ও টিয়ে

11

সাইমুম হাবীব মাসুম :

ঝুমুরঝুমুর খুকির নাচ
পড়ে গিয়ে ভাঙলো কাচ
পড়ল মাথায় বাড়ি,
তাই যে দেখে টিয়ের সুখ
ভাঙলো বুঝি সকল দুখ
বাজায় মাটির হাঁড়ি।
দেখতে পেয়ে বাবা মা
ক্ষণে টিয়ের পিছু ধাঁ
খুকির মুখে হাসি,
ছুটতে গিয়ে বাবার হাস
পিছলে গিয়ে মায়ের ফাঁস
উঠান জলে ভাসি।
টিয়ের মনে বেজায় প্রেম
খুকির বাড়ির মজার ফ্রেম
আমোদে তাই মেতে,
বুদ্ধি বাবার কঠিন তাই
টিয়ের কোন উপায় নাই
পড়ল ফান্দে খেতে।
টিয়ে এবার হাতের কাছ
সব টিয়ে তাই আমার পাছ
নাই যে খুশির সীমা,
চুক্তি হলো ছাড়বে আজ
বাকি তবে একটা কাজ
নাম হবে তার ভীমা।