সামিমা বেগম
বর্ষাকালে মুষলধারে
বৃষ্টি যখন ঝরে
জমাট পানি পেলে এডিস
বংশ বিস্তার করে।
হুল ফোটাতে এডিসরা চায়
সকাল-বিকাল-রাতে
শিশু কিশোর বুড়োবুড়ি
জ্বরে ভোগে তাতে।
এডিস মশা হুল ফোটালে
ডেঙ্গু জ্বরে ভুগি
মরার সাথে লড়াই করে
সববয়সের রোগী।
ওরে এডিস বলি তোকে
আর ফোটাস না হুল
তোদের ভয়ে দিশেহারা
দেশের মানবকুল।