জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ থেকে ৩৭ বোতল ফেনসিডিল সহ তিন জন কে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ১ টা ৫০ মিনিটে এসআই মোহন রায় জকিগঞ্জ থানাধীন ০২ নং বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত বড়পাথর সাকিনে আসামী মোঃ বাবুল আহমদ এর বসত ঘরে অভিযান পরিচালনা করে।
আসামী মোঃ বাবুল আহমদ (৩৪), পিতা-মৃত জমির আলী, সাং-বড়পাথর, ময়নুল ইসলাম (২৭), পিতাঃ সাজ্জাদ আলী সাদেক আলী, সাং-সেনাপতিরচক, সালমান হোসেন (৩৫), পিতাঃ জমির আলী, সাং-বড়পাথর, সর্বথানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেটদের আটক পূর্বক তাদের দেহ তল্লাশিকালে আসামী মোঃ বাবুল আহমদ এর ডান হাতে সাদা রংয়ের ব্যাগে ২৫ (পঁচিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা, আসামী ময়নুল ইসলামের বাম হাতে নীল রংয়ের পলিব্যাগে ৮ (আট) বোতল এবং আসামী সালমান হোসেন এর পরিহিত লুঙ্গির কোচায় ৪ (চার) বোতল সর্বমোট ৩৭ (সাইত্রিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এসআই মোহন রায় বাদী হয়ে জকিগঞ্জ থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একাদিক মামলা বিজ্ঞ আগালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান মাদক নির্মূলে সিলেট জেলা পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে।