কানাইঘাটে ৬ জনের প্রাণহানির ঘটনার মামলার ৫ আসামীর জামিন লাভ

37

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন এজমালী সম্পত্তি সুলটুনি মহালের পাথর খেকোদের হিং¯্র থাবায় ক্ষতবিক্ষত বাংলা টিলার লোভানদীর তীরবর্তী স্থান থেকে পাথর উত্তোলনের সময় গত ৭ নভেম্বর সকালে ৪ শিক্ষার্থী সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কানাইঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলার গ্রেফতারকৃত এক আসামী সহ ৫ জন জামিনে মুক্তি পেয়েছেন। পাথর উত্তোলন করতে গিয়ে ৬জনের মৃত্যুর ঘটনায় কানাইঘাট থানায় দন্ডবিধি ৩০৪ ধারায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার মধ্যে এজাহার ভুক্ত ৩নং আসামী বাংলা টিলার বসবাসরত মৃত নজির হোসেনের ছেলে নুরুল আম্বিয়াকে পরদিন ৮ নভেম্বর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। গত সোমবার মামলার গ্রেফতারকৃত আসামী নুরুল আম্বিয়া সহ সাউদগ্রামের পাথর ব্যবসায়ী হাজী বিলাল আহমদ, কান্দলা গ্রামের বদরুল মাষ্টার, একই গ্রামের বখতিয়ার হোসেন, সাউদগ্রামের সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম সিলেটের কানাইঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার ১নং আসামী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান সুলটুনি মহাল বাংলা টিলার মালিকানা দাবীদার বাজেখেল গ্রামের আহমদ সুলেমান ও তার ছোট ভাই আহমদ আব্দুল্লাহ ও মিজানুর রহমান মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন।