সিলেটে হত্যা মামলার ২ সহোদর আসামী ঢাকা থেকে গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
সিলেটে হত্যা মামলার আসামী দুই ভাইকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের পর প্রায় একমাস থেকে তারা গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত ২ জনকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের লতিব উল্ল্যাহর পুত্র সুরত আলী (৩৮) ও শামসুজ্জামান (২৬)। গত বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদেরকে বালাগঞ্জ থানার পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুলের ভাই ইমরান মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার এজহারনামীয় আসামী সুরত আলী ও শামসুজ্জামান পলাতক ছিল। ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাদেরকে গ্রেফতার করতে পুলিশকে বেগ পেতে হচ্ছিল। অবশেষে তাদেরকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।