মোঃ এনামুল হক :
মরণ হবে মানব দেহের
আত্মার মরণ নাই!
ক্ষণে ক্ষণে মরণ কথা
স্মরণ করি তাই।
মানব খাঁচার ছাউনি রে ভাই
হায়রে সাদাকালো,
খাঁচার পাখি টি কেমন হয়
বলতে কেহ পারো?
যত্নে রাখি খাঁচার আবরণ
এই কথাটি সত্য,
কেমনে পবিত্র থাকবে কলব
জানি কি এই তত্ত্ব।
কিসের লোভে বন্দী পাখি
জেগে থাকে ঘরে,
সুযোগ পেলে উড়াল দিলে
আসেনা কো ফিরে।