শফিকুল মুহাম্মদ ইসলাম :
শিক্ষা হলো চোখের আলো
চোখ ছাড়া তো অন্ধ,
মূর্খ লোকের বিবেক থাকে
সকল সময় বন্ধ।
তোমরা যদি শিক্ষিত হও
দেশ করিবে আলো,
দূর হবে সব অজ্ঞতা আর
যত আঁধার কালো।
প্রতিবাদে প্রতিরোধে
হবে দেশের শক্তি,
দেশমাতৃকার তরে থাকবে
তোমার সকল ভক্তি।
নিখিল ভুবন গড়বে তোমরা
শিক্ষার আলো দিয়ে,
প্রকৃত জ্ঞান অর্জন করে
সত্যে মশাল নিয়ে।
গুরুজনকে শ্রদ্ধাবোধে
দিবে শত মূল্য,
এই জীবনে তার মতো কেউ
নেই যে সমতূল্য।