কাজিরবাজার ডেস্ক :
করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটি মনে করার কারণ নেই। এই ভাইরাস সামনে মৌসুমি করোনাভাইরাস হিসেবে পরিণত হবে। অর্থাৎ, সাধারণ জ্বর, সর্দি, কাশি হলে যেমনটি অনুভব হয় তেমনটিই হবে। একটি ওয়েবিনারে অংশ নিয়ে এমনটি বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডিজাইনার প্রফেসর ডেম সারাহ গিলবার্ট।
এই ভ্যাকসিন বিশেষজ্ঞ বলেছেন, ‘আমরা সাধারণত দেখি যে, ভাইরাস যত দ্রুত ছড়াতে শুরু করে ততোই তার শক্তি কমে যায়। আমরা সামনে করোনার আরও ভয়াবহ রূপ দেখতে পাব এমনটি মনে করার কোনো কারণ নেই। মানুষের শরীরে আস্তে আস্তে ইমিউনিটি তৈরি হবে। এটি সাধারণ ভাইরাসে পরিণত হবে।’
তিনি বলেন, ‘মৌসুমি করোনাভাইরাসের আক্রমণে ঠাণ্ডাজনিত সাধারণ সমস্যা দেখা দেয়। সার্স-কোভ-২ ও এমনই হবে।’
গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বে করোনার প্রকোপ চলছে। এখন পর্যন্ত সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯ লাখ ৮০ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৪৭ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন।
করোনা মোকাবেলায় এখন সমগ্র বিশ্ব টিকার উপর নির্ভর করছে। সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে করোনাভাইরাস নিয়ে জো বাইডেন বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক সমস্য অস্ত্র, গোলাবারুদ দিয়ে মোকাবেলা করা সম্ভব না। বোমা ও বুলেট আমাদের করোনা থেকে রক্ষা করতে পারে না। এই মহামারি মোকাবেলায় আমাদের যৌথ প্রচেষ্টা দরকার। করোনা মোবাবেলায় আমাদের অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। এছাড়া করোনা পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতিতে উন্নতি করতে হবে।’