রিপলু চৌধুরী :
যেতে হবে ভুবন ছেড়ে
সবাই একে একে
জন্মনিলে মৃত্যু হবে নিয়মানুসারে
মায়ার বাঁধন ছিন্ন করে
যেতে হবে একে একে।
তবুও কেন স্বপ্ন দেখি
এই ভুবন জুড়ে
আসছি একা যাবো একা
বিধির নিয়মানুসারে
কে কখন চলে যাবো
মায়ার ভুবন ছেড়ে।
মরলে সবাই কান্না করবে
আমার লাশের পাশে
আমার বলতে নাইরে কিছু
এই মায়ার ভবে
কেউ নাই থাকে পাশে।
যতো দিন থাকো বেঁচে
ভালো কাজ কর মনরে
তোমার কর্মের গুণের হবে জয় গান
মরলে বেঁচে থাকবে তোমার সম্মান
এই রিপলু কয়ভাবিয়া মানব সেবা মহান।