গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন আমাদের জীবন মান উন্নত করতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আওয়ামীলীগ সরকারের সবচেয়ে বড় অর্জন হলো দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। গত ৩ বারের দীর্ঘ মেয়াদী বন্যার পরও আমাদের কারো কাছে হাত পাততে হয় নি। বন্যার সময় যে জায়গায় খাদ্যের সংকট দেখা গিয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আওয়ামীলীগ সরকার বিশেষ করে কৃষকদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। গরীব কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হচ্ছে এবং কৃষকদের কল্যাণে সারের মূল্য হ্রাস করা হয়েছে । গোলাপগঞ্জে ৩হাজার ১৫৫টি কৃষকপরিবারের মধ্যে অতি শীঘ্রই বোরো বীজ ও নগদ অর্থ বিতরণ করা হবে। গোলাপগঞ্জে সাড়ে ৩০ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডের মাধ্যমে মাত্র ১০টাকা মূল্যে কৃষকরা ব্যাংক একাউন্ট খুলতে পারবে। কৃষি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার মনে করে কৃষকদের সুখী জীবনই আওয়ামীলীগ সরকারের সুখ। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০১৭-১৮ মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা বিতরণ কর্মসূচীর আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকার, গোলাপগঞ্জ পল্লীবিদ্যুতের ডিজিএম মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার প্রমুখ। সভা শেষে ৫জন কৃষকের হাতে সরিষার বীজ তুলে দিয়ে ৪৫০টি কৃষক পরিবারের মধ্যে সরিষার বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এদিকে সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমন্বয় উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জে কর্মরত সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় মন্ত্রী সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশের মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের কোনরুপ সাহায্য সহযোগিতা লাগলে মন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকার, গোলাপগঞ্জ পল্লীবিদ্যুতের ডিজিএম মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা সমাজ সেবা অফিসার তানজিলা তাসনিম, প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, যুক্তরাজ্য নেতা কামাল আহমদ,আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন লস্কর, শাহিন আহমদ, টিপু আহমদ, প্রমুখ।