কেউ কারো নয়

60

নূরুদ্দীন রাসেল

মন তুমি এমন হবে কার আশায়
এতো ভালোবাসায় কে দিয়েছে লোভ হায়
কার আশায় মিছা দুনিয়ায় খেলছো পুতুল খেলা
শূন্য হাতে বাড়বে বেলা তোমার বাড়বে অবহেলা,
বইবে না কেহ দায় তোমার ব্যর্থতায়
কেমন হবে মন যখন ডুববে হতাশায়
হায় যাযাবর যদি জানতে কার জায়গা জমি।
কান্ডারী একবার স্রোতে ভেসে যাও
দেখো কেবা হাল ধরে আর
চরিত্রবান একবার অন্ধকারে বিচরণ করো
দেখো কে আছে আলো দেখাবার
বলবান একবার পঙ্গু হয়ে যাও
দেখো কে আছে তোমার?
একবার নিঃশ্বাস বন্ধ কর মন
দেখো কেবা তুমি কার?