মেশকাতুন নাহার :
জীবন যাত্রায় চলতে পথে
আছে কিছু মানব,
উপকারের মূল্য দেয় না
স্বভাব তাদের দানব।
কৃতজ্ঞতা প্রকাশ নেই খুব
প্রাপ্য সম্মান দেয় না,
মাস পেরিয়ে বছর গেলেও
ভুলে খবর নেয় না।
এ ধরনের মানুষগুলো
নিজের স্বার্থ বুঝে,
যখন তোমার বিপদ আসবে
পাবে না আর খুঁজে।
জীবন ঘেরা প্রাপ্তি ভরা
চাহিদার নেই অন্ত,
অন্যের ভালো দেখলে জ্বলে
কানে দেয় কু মন্ত্র।
হিংসায় তাঁরা বিভোর থাকে
বোধ ক্ষমতা ভ্রান্ত,
অতীত কথা ভুলে গিয়ে
খুঁজে সুখের প্রান্ত।
প্রয়োজনে ডাকে তোমায়
মিষ্টি করে হেসে,
কাজ ফুরালে ছুঁড়ে ফেলে
সুবিধা লাভ শেষে।
অকৃতজ্ঞ এসব মানুষ
চারিদিকে ঘেরা,
সংকীর্ণ মন কুটিলতায়
পৃথিবীতে সেরা।