হাওর বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে – বিজন সেন রায়

30

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ ও সুনামগঞ্জ বন্ধু সভার সভাপতি রাজু আহমদ। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, ব্যবসায়ী দিলোয়ার হোসেন, সাংবাদিক শংকর রায়, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, ইউপি সদস্য সুজাত মিয়া, রনধীর কান্তি দাস রান্টু, ইকবাল হোসেন সাজাদ, সমাজকর্মী জামাল হোসেন, আবদুল হামিদ, শামীম আহমদ, মাসুম আহমদ, সুজিত দেব, ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে আহবায়ক ও সাংবাদিক অমিত দেবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, আমাদের হাওর বাঁচাও কমিটিগুলো হাওর রক্ষায় পাহারা দিবে। সেই সাথে সঠিকভাবে হাওর রক্ষা বাঁধের কাজ হচ্ছে কিনা ,তা খোঁজ-খবর নিবে। তিনি আরো বলেন, হাওর নিয়ে যারা দুর্নীতি করে, তাদেরকে ছাড় দেয়া হবে না। আগামীতে যাতে হাওর তলিয়ে সর্বনাশ না হয়, সে দিকে বিশেষ নজর রাখতে হবে। এ জন্য হাওর বাঁচাও কমিটির সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।