কাঞ্চন দাশ :
আজ শরৎ
স্নিগ্ধ সুষমায় ভরা দিঘির জল
শান্ত নীরব নদীর সেই কলতান
সাদা বকের ফালি গায়ছে মনের গান।
আজ শরৎ
শিউলিতলা শুভ্র হলদে ভরপুর
তারায় তারায় পরিপূর্ণ আকাশ
মৃদু মৃদু ছন্দে বয়ছে বাতাস।
আজ শরৎ
সেই আনন্দঘন অতীতে ফিরে পায়
পাখির খিলখিল করা শব্দ
চারিদিকে রয়েছে সবকিছুই
তবুও যেন নিস্তব্ধ।
আজ শরৎ
নদীর পাশে কাশের দেশের
শুভ্র কাশে ভরপুর নদীর দু-কূল
আসছে পূজো তাই বলি কি
হয়েছি ব্যাকুল।
আজ শরৎ
সেই রঙিন মাখা মুখে
রাঙায় কত স্বপ্নের সাজ
সেই রঙে ভরা স্বপ্ন গুলো
সত্য হলো আজ।