শায়েস্তগঞ্জে চোরাই কাঠসহ আটক ৩

1

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ লক্ষাধিক টাকার চোরাই কাঠসহ ৩ জনকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেল গেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- ঢাকার নবাবগঞ্জের গোবিন্দপুরের লাল মিয়ার ছেলে তানজিব হোসেন (২২), ফিরোজপুর জেলা সদরের দুর্গাপুরের জাহাঙ্গীর খান হাকিমের ছেলে আজিজুল খান (২৩) ও শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চদ্দিপুরের শফিক উদ্দিন বেপারীর ছেলে আইনাল বেপারী (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী জানান, তিনিসহ বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ির কর্মকর্তারা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের লস্করপুর রেল গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় ত্রিপল দিয়ে ঢাকা দুই গাড়ি ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল। অভিযানকালে কাঠের চৌকাঠ ও দরজার পাল্লাভর্তি ওই দুইটি গাড়ি জব্দ করা হয়। আটক করা হয় চালক ও হেলপারসহ ৩ জনকে। পরে তাদের বিরুদ্ধে বনজদ্রব্য পরিবহন ও নিয়ন্ত্রণ বিধিমালা ২০১১ অমান্য করে চৌকাঠ ও পাল্লা পরিবহন করায় বন আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।