গোলাপগঞ্জে ডাকাতির ঘটনার প্রতিবাদে এলাকাবাসির সভা, জড়িতদের গ্রেফতার দাবী

3

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে ডাকাতির ঘটনার প্রতিবাদে এলাকাবাসির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় দত্তরাইল স্থানীয় বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি আব্দুস সহিদ খান জিলা মিয়ার সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় দত্তরাইল স্থানীয় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ -দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য মোহাম্মদ আলা উদ্দিন, রেদওয়ান হোসেন রাজু, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু, রাজনীতিবিদ ও সমাজসেবক শাহজাহান আহমদ, ভুক্তভোগী দুলাল সেন, সমাজসেবক এজাজ আহমদ, গোলাম মস্তফা খান, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মনোজ কুমার দে সম্বু, সমাজসেবক স্বাফী খান।
বক্তারা ডাকাতির সাথে জড়িতদের অনতীবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ঢাকাদক্ষিণ এলাকায় ডাকাতি এবং স্থানীয় জনসাধারণের উপর ডাকত দলের গুলি বর্ষণসহ হামলার ঘটনায় এলাকাবাসী চরমভাবে বিক্ষুব্ধ এবং জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং পাশাপাশি স্থানীয় কেউর যদি এঘটনার সাথে সম্পৃক্ততা থাকে তাহলে তাকে খুঁজে বের করার জোর দাবি জানানো হয়। বক্তারা ঘটনার সাথে জড়িত সব অপরাধীকে গ্রেফতার করে রিমান্ডে এনে সব তথ্য উদঘাটন করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সভায় ডাকাতের হামলায় আহত সকলের চিকিৎসার সকল দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। এ সময় ডাকাতের গুলিতে আহত ছয়জনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং সবার সাথে সমন্বয় করে তাদের আর্থিক সহযোগিতা করতে স্থানীয় সমাজসেবক সামসুল আলম গোলাপ কে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- নজরুল ইসলাম, আব্দুল আজাদ, বিদ্যুত দেব, আবুল কালাম খান, শ্যামল আহমদ, শরিফ আহমদ।
এদিকে এ ঘটনায় গত রবিবার সুহেল আহমদ (২২) নামে একজনকে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফারকৃত সুহেল আহমদ গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী গ্রামের আব্দুর রহমানের ছেলে। দত্তরাইল গ্রামে জ্ঞান সেনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক সুহেল আহমদ। এ ঘটনায় করা মামলায় তাঁকে আসামি করার পর সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা মেহের বানু আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।