স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

8

কবির আল মাহমুদ স্পেন থেকে :
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৮ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও পূর্ণাঙ্গ কমিটির কপি হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ, প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ও তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা মহামারির সময়ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের উপরে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদেরকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের জন্যও ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে স্পেন প্রবাসীদের বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তিতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন উল্লেখ করে এ সমস্যা নিরসনে দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেন জানান।
সাক্ষাতকালীন সময় আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলমসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ সভাপতি একরামুজ্জান কিরণ, নুরুল ইসলাম বদরুল, মো. কবির হোসেন, সাখাওয়াত হোসেন বাবলু, মো. তোতা কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএ তামিন চৌধুরী, আক্তারুজ্জামান, আজম কাল, জাহিদুর রহমান দিদার, সাংগঠনিক সম্পাদক তাপস দেবনাথ, বদরুল কামালী, আইন সম্পাদক মো. তারিক হোসেন, উপ দপ্তর সম্পাদক মো. আব্দুল আওয়াল, উপ প্রচার সম্পাদক আপন মণ্ডল, সহ মহিলা সম্পাদিকা হুমায়রা বেগম হ্যাপী, কার্যকরী সদস্য ফারহানা ইয়াসমিন, লুৎফুন নাহার, আফসার হোসেন নিলু, গালিসিয়া আওয়ামী লীগ নেতা আল আমিন, উপদেষ্টা মো. নুরু মিয়া প্রমুখ।