সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৮তম প্রতিবার্ষিকী পালন

5
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৮তম প্রতিবার্ষিকী উপলক্ষে নগরীতে লাল পতাকা র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫টায় নগরীর তালতলাস্থ জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা সহ সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা নুরুল হুদা সালেহ বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন একটি আদর্শিক সংগঠন, নিতি আদর্শকে সমুন্নত রাখতে হলে হোটেল শ্রমিকের প্রাপ্য অধিকার নেয্য মূজুরি সহ শ্রম আইনে বর্নিত সকল সোযোগ সুবিধা বাস্তাবায়নের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর ঐক্যকে ধরে রেখে মৌলিক অদিধার আদায়ের লড়াই সংগ্রামকে অগ্রসর করতে হবে। হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মুজরীর গেজেট কর্যাকর করার জন্য আইন দ্বারা শ্রম আইন বাস্তাবায়নের জোরদাবী জানানো হয়। তিনি আরোও বলেন বর্তমান দ্রব্যমূল্যের বাজারের অনন্ত ডাল ভাত খেয়ে পড়ে কোনমতে বেঁচে থাকতে হলে নিম্নতম মাসিক ২০হাজার টাকার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সারাদেশ ব্যাপি করোনায় ও ডেঙ্গু রোগে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহযোগিতা কামনা কারা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেটে জেলা হোটেল মিষ্ট বেকারী এন্ড চাইন্সিস রেষ্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কামাল আহম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদ মো: জমির আলী, জেলার সদস্য মোজ্জামেল আলী, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুন রশিদ, মোজাহিদুল ইসলাম মুন্না, আব্দুল রাজ্জাক, রহিম মিয়া, রাসেদ আহমদ, জেহাদ আহমদ, রুবেল আহমদ, মুজিবুর রহমান, আলঙ্গীর, কামাল মিয়া, রাজু আহমদ, মামুন মিয়া, শিহাব, হাসান, আলম, মো: তশকির আলী, প্রমুখ। বিজ্ঞপ্তি