স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে মৃতের সংখ্যা ১১শ’ ছাড়িয়ে গেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় মারা যাওয়া ৯ জনসহ মৃতের সংখ্যা এখন ১১০৬ জন। এদিকে, নতুন ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এখানে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯১৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৪৭২ জন। তন্মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ জন রয়েছেন। এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৪২৪ জনই সুস্থ হয়ে ওঠেছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনা রোগী চিকিৎসাধীন।