হবিগঞ্জে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার বিকালে হবিগঞ্জের বানিয়াচং রোডস্থ কোম্পানীর শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নিজস্ব শো-রুম উদ্বোধনের মাধ্যমে আলীম ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল হবিগঞ্জে তাদের সেল্স, সার্ভিস ও ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল ও সহজলভ্য করতে সক্ষম হবে। এর ফলে কৃষির সাথে জড়িত হাজার হাজার মানুষ উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান।
আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। বক্তব্য রাখেন, কোম্পানীর সেল্স এন্ড মার্কেটিং বিভাগের জিএম কৃষি প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম খলিল, স্থানীয় ব্যবসায়ী ও ডিলার আসাদুজ্জামান সাদু, আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেল্স এন্ড মার্কেটিং ম্যানেজার শফিকুল ইসলাম জিয়া। বিজ্ঞপ্তি