সিলেটকে শিক্ষা সমৃদ্ধ শিক্ষা নগরী গড়ে তুলতে চাই – মেয়র আরিফুল হক চৌধুরী

7

সিলেটকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে গঠিত শিক্ষা উপদেষ্টা কমিটির আহবায়ক হিসেবে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি নাম ঘোষণা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে কলেজের ছাত্রীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। একই অনুষ্ঠানে কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন কে সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল সিলেট সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের ছাত্রীদের উদ্যোগে কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ও উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন এর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ মছব্বির চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোস্তাক হোসেন এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ জামালুর রহমান, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ছাত্রীদের পক্ষে রুকাইয়া ইসলাম,সামিরা জামান প্রীতি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে আনিকা তাবাসসুম চৌধুরী।সংবর্ধিতদের হাতে ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার তুলে দেন শেঁওতি আলম, অদিতি সিনহা সহ ছাত্রীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সিলেটীদের শিক্ষার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। পূর্বে যারা সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ আসনে অধিষ্ঠিত ছিলেন তারা এখন অবসর গিয়ে আমাদের সে গৌরব ও অবস্থান হারিযে ফেলছি। নতুন প্রজন্ম সেই ঐতিহ্যকে উদ্ধার করতে এগিয়ে আসতে হবে। আধ্যাত্মিক, ধর্মীয় সম্প্রীতি, ইকো ও পর্যটন নগরী সিলেটকে শিক্ষা সমৃদ্ধ শিক্ষা নগরী গড়ে তুলতে চাই।
সংবর্ধনার জবাবে অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান প্রদর্শন শিক্ষক হিসাবে আমাদের সম্মানিত ও উজ্জীবিত করে। এজন্য আমি আজ আবেগ আপ্লুত আমরা চলার পথে বিভিন্ন স্থানে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে সালাম করে সম্মান করে তখন আমরা পুলকিত হই। আমরা তখন দোয়া করি শিক্ষার্থীরা যেন সামনের দিকে এগিযে যায়। শিক্ষার্থীরা উঁচু স্তরে যায় সফলতা অর্জন করে। শিক্ষার্থীদের সাফল্যে সবচেযে বেশী আনন্দিত হন শিক্ষকরা, শিক্ষার্থীদের সামনের দিকে এগিযে যাওয়া আমাদের সবচেয়ে বড় সুখ। সংবর্ধনার জবাবে উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন শিক্ষার্থীদের সাফল্য ও সুন্দর জীবন কামনা করেন। বিজ্ঞপ্তি