প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ও মানববন্ধন ॥ কোম্পানীগঞ্জের শামীম সহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ৩ দফা দাবি

56

কোম্পানীগঞ্জে হাজী শামীম আহমদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পাথর ব্যবসায়ীদের উপর মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন আওয়ামী লীগ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে- হাজী শামীম আহমদ সহ ২২ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলা প্রত্যাহার, বিএনপি ও জামায়াতের সঙ্গে আঁতাতকারী ইউএনওকে কোম্পানীগঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার, ব্যবসায়ীদের উপর বিভিন্ন সময় প্রশাসনের দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার স্মারকলিপি গ্রহণ করেন।
দুপুরে কোম্পানীগঞ্জের রাজনৈতিক, ব্যবাসায়ী ও সামাজিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে প্রথমে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামীলীগ নেতা শামীম আহমদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যে বিভিন্ন রকমের শ্লোগান দেন। জেলা প্রশাসক রাহাত আনোয়ার তাদের মূখ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনৈতিক কর্মকান্ড ও নানা অনিয়মের কাহিনী শুনে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হবে। যাতে করে কোন নিরপরাধ মানুষ হয়রানীর শিকার না হন। মামলার ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক পর্যায়ে তিনি নিচে এসে মানববন্ধনে অংশ গ্রহণকারী রাজনৈতিক, ব্যবাসায়ী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীকে সান্ত্বনা দিয়ে বলেন, অযথা কাউকে হয়রানী করা হবে না।
স্মারকলিপি প্রদানকালে ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কালা মিয়া, সাধারণ সম্পাদক কৃষ্ণ ধন সিনহা, ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক আছার মিয়া, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মোঃ আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এম সোহেল আহমদ, আনছার আলী, জামান আহমদ জামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলা উদ্দিন, মাহমুদ হোসেন মছন হাজী, আমির উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুল আজিজ, শফিক উদ্দিন মেম্বার, ইউনুস আলী, আনোয়ার চৌধুরী, বংক বিহারী নাথ, কবির মিয়া, মামুন চৌধুরী, তাজুল ইসলাম তাজু, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চান মিয়া, কার্যকরি সভাপতি ইসমাঈল আলী, আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন যুবলীগ নেতা আলীম উদ্দিন, আমিনুল ইসলাম, রফিক আহমদ, আব্দুল মজিদ খান, প্রদীপ সিংহ, বিশ্বজিৎ সিংহ, এখলাছ আলী, জমির হোসেন, জামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজ উদ্দিন তাজ, রঞ্জিত দেবনাথ ময়না, নাজমুল হক হেলাল, কেফায়েত উল্লাহ, ফখরুল ইসলাম, রুবেল রানা, ইলিয়াস আলী রাশা, কাদির আহমদ, মুহিন উল্লাহ, জাবের আহমদ, রুহুল চৌধুরী, জাকারিয়া আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি