নগরীর বিভিন্ন কেন্দ্রে করোনার টিকা নিলেন আরো ৫২৩১ জন

3

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশন এলাকায় একদিনে করোনার টিকা দেয়া হল আরও ৫২৩১ জনকে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট পুলিশ হাসপাতাল ও নগরভবনের অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়।
এদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মোট ২০২৩ জন। এদের মধ্যে পুরুষ ১৩৬৫ ও মহিলা ৬৫৮ জন। আর সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন মোট ২৫১২ জন। এদের মধ্যে পুরুষ ১৫৬৪ ও মহিলা ৯৪৮ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ১১ জন। এদের মধ্যে পুরুষ ৬ ও মহিলা ৫ জন। সিলেট পুলিশ হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৩৯০ জন। এদের মধ্যে পুরুষ ২৪০ ও মহিলা ১৫০ জন। এ কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন মোট ২৬০ জন। এদের মধ্যে পুরুষ ১৫০ ও মহিলা ১১০ জন। নগরভবনের অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ৩৫ জনকে। এদের মধ্যে পুরুষ ১৬ ও মহিলা ১৯ জন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যথারীতি টিকাদান কার্যক্রম চলবে।