দালাল-বাটপার মুক্ত জগন্নাথপুর থানা –ওসি-ইখতিয়ার উদ্দিন

11

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নব গোপাল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া।
বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, শিক্ষানুরাগী মোঃ দবির মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জাতীয় পার্টি নেতা আবদুল মনাফ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউপি সদস্য তারা মিয়া।
এ সময় রাণীগঞ্জ ইউপি সদস্য তেরাব মিয়া, কলকলিয়া ইউপি সদস্য অর্জুন দাস, ছালিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী বলেন, জনগণের জান-মালের নিরাপত্তায় পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। তাই সমাজের অপরাধ প্রবণতা রোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
সভাপতির বক্তব্যে জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জনগণের উদ্দেশ্যে বলেন, দালাল-বাটপার মুক্ত জগন্নাথপুর থানা। থানায় কোন মিথ্যা মামলা হয় না। ন্যায় বিচার পেতে কারো তদবির লাগে না। সরাসরি আমার কাছে আসবেন।