মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নগরীর শাহ মীর জামে মসজিদের মানববন্ধন

50

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ শাহ মীর জামে মসজিদের উদ্যোগে SCC MAYOR-03বিশাল মানববন্ধন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মসজিদ কমিটি আয়োজিত এ মানববন্ধনে দল-মত নির্বিশেষে হাজারো মুসল্লি অংশ নেন। নামে মানববন্ধন হলেও বিপুলসংখ্যক মানুষের সমাগমে সেটা জনসভায় রূপ নেয়। এক পর্যায়ে জনমানুষের চাপে শাহি ঈদগাহ-আম্বরখানা সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানবন্ধনে আওয়ামী লীগ-বিএনপির নেতারা পাশাপাশি দাঁড়িয়ে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানান। তারা মিয়ানমারে গণহত্যার জন্য অং সাং সু চির নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার আহবান জানান। পাশাপাশি অনতিবিরম্বে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের দাবি জানান।
বেলা ২টায় শাহ মীর জামে মসজিদ কমিটির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ফায়যুর রাহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট সিটি করপোরেশনের ৫ নং ওয়াডের্র কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু, শাহ মীর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুযর রেজওয়ান, মসজিদ কমিটির সেক্রেটারি মোশাহিদ আহমদ, সমাজসেবী শওকত আমীন তৌহিদ, নজমুল ইসলাম এহিয়া, শাহি ঈদগাহ গ্লোবাল ফাউন্ডেশনের আহবায়ক এনামুল হক, শাহ মীর মসজিদ কমিটির উপদেষ্টা মনজুরুজ্জামান চৌধুরী, মসজিদ কমিটির সহসভাপতি আলহাজ শোয়েব আহমদ, শাহ মীর মসজিদ কমিটির উপদেষ্টা আব্দুল খালিক, শাহ মীর জামে মসজিদ কমিটির সদস্য জিয়া উদ্দিন চৌধুরী লিটন ও আব্দুস শহিদ শাহীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন, সাংবাদিক মিলাদ বড় ভুইয়া, শাহ মীর মাদরাসা কমিটির সদস্য ফারুক আহমদ, সমাজসেবী মিল্লাত আহমদ, আমিনুর রহমান পাপ্পু, শাহ মীর মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামীম মাওলানা আতিকুর রহমান, সমাজসেবী মো. ফারুক মিয়া ও মাওলানা সালাহ উদ্দিন একরাম,আবুল কালাম মুকুল ও মখলিসুর রহমান।
মানববন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন শাহ মীর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহ মীর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আব্দুল মালিক। বিজ্ঞপ্তি